উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- এ বিভিন্নভাবে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়ে থাকে,য়েমন : বহিঃবিভাগঃ সকল রোগীদের চিকিৎসা সেবা ও নিয়মিত স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয় ।
জরুরী বিভাগঃ জরুরী রোগীদের তাৎক্ষনিক চিকিৎসা সেবা দেওয়া হয় ।
অন্তঃ বিভাগঃ জটিল রোগীদের ভর্তি করে নিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয় ।
ও,আর,টি কর্ণারঃ ডায়রিয়া রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয় ।
আই,এম,সি,আই কর্ণারঃ ( ০-৫ বছরের) অসুস্থ্য শিশুদের সমণ্বিত চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এনসিডি কর্ণার ঃ অসংক্রামক রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয় ।
এক্স-রে বিভাগঃ জখমী ও আঘাত প্রাপ্ত রোগীদের ছবি তুলে রোগ নির্ণয় করা হয় ।
প্যাথলজি বিভাগঃরোগ নির্ণয়ের জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় ।
ডেন্টাল ইউনিটঃ দাঁতের রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয় ।
উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স-ডেমিয়েন ফাউনেডশানঃ এই শাখায় যক্ষা ও কুষ্ঠ রোগের পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা সেবা দেওয়া হয় ।
ই,পি,আই শাখাঃ (১৫বছর-৪৯ বছর)বয়সের মহিলা,সকল গর্ববতী মহিলা ও (০-১২) মাসের শিশুর টিকাদান সেবা দেওয়া হয় ।
ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রঃইউনিয়ণ পর্যায়ে ৪ টি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা সেবা প্রদান করা হয় ।
কমিউনিটি ক্লিনিকঃইউনিয়ণ/ওয়ার্ড পর্যায়ে ২৪ টি কমিউনিটি ক্লিনিক থেকে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয় ।
মাঠ পর্যায়ঃস্বাস্থ্য সহকারীদের দ্বারা ১৯২ টি অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে টিকাদান কর্মসূচী বাস্তবায়ন সহ, স্বাস্থ্য শিক্ষা,জন্ম-মৃত্যু নিবন্ধন,দৈনিক ডায়রিয়া ও দুর্যোগ বিষয়ক এবং অন্যান্য তথ্য সংগ্রহ করা হয় ।
এ ছাড়া সার্বক্ষণিক মোবাইল ফোনের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ টেলিমেডিসিন সেবা প্রদান করা হয়।
(মোবাইল ফোনে ষে কোন স্বাস্থ্য সেবা পেতে ফোন করুন নিম্নোক্ত নম্বরে)
01730324676
Existing health facilities in the district
Sl. No |
Facility Type |
Total |
No. of Beds |
2 |
Upazila Health Complex (50 beded hospital) |
1 |
50 |
3 |
Union Sub centerUnion |
4 |
- |
4 |
Union Health and family welfare center |
4 |
- |
5 |
Community clinics |
24 |
- |
7 |
Private Clinics |
5 |
10 |
Doctors Statistics:
Physician |
||
Sanction Post |
Fill up post |
Vacant post |
28 |
9 |
19 |
{Note: UHC- Upazila Health Complex; Mobile Service-24 hours( দিবারাত্রী ২৪ ঘন্টা) - One MBBS Doctors}
জরুরী অ্যাম্বুলেন্স সেবাঃ
অ্যাম্বুলেন্স সেবা পেতে নিমোক্ত নং এ ফোন করুনঃ
০১ |
মোঃ কামরুজ্জামান (ড্রাইভার)- |
নংঃ ০১৭২১৭৬৬৬৫৫ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস